Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২১

আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উদযাপন অনুষ্ঠান আয়োজন


প্রকাশন তারিখ : 2021-02-11

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও মান উন্নয়নের উদ্দেশ্যে ১৯৭৪ সনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন এবং ১৪ ফেব্রুয়ারি ১৯৭৪ আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি তারিখে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস’ পালন করা হয়। এবছর ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে দিবস উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় তথ্যপ্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, এমপি ও তথ্যসচিব জনাব খাজা মিয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান ও সম্মানিত সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ ও গণমাধ্যমের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

মাননীয় তথ্যমন্ত্রী সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে পতাকা উত্তোলন ও কবুতর অবমুক্ত করে দিবস উদযাপনের শুভ সূচনা করবেন। এরপর দিবস উদযাপন উপলক্ষ্যে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম/গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন/গণমাধ্যমের বিভিন্ন ব্যক্তিবর্গ মাননীয় তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন।